প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০
চাঁদপুরের তাজা ইলিশ আর বিদেশি আমের স্বাদে মুগ্ধ একঝাঁক তারকা সাংবাদিক
চাঁদপুরের তাজা ইলিশ আর বিদেশি নানা জাতের আমের স্বাদে মুগ্ধ দেশের বিভিন্ন টেলিভিশনে কর্মরত ও গণমাধ্যম ব্যক্তিত্ব শীর্ষস্থানীয় একঝাঁক তারকা সাংবাদিক। গত শুক্রবার (২৮ জুন) ছুটির দিন থাকায় তাঁরা ১৮ জন তারকা সাংবাদিক আকস্মিক ভ্রমণে আসেন চাঁদপুরে। এঁদের মধ্যে রয়েছেন বার্তা সংস্থা ইউএনবি-এর উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, মিডিয়া রিসোর্সেস ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ (এমআরডিআই)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান মুকুর, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক রাজা, চিফ নিউজ এডিটর রাশেদ আহমেদ, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, ডিবিসি টেলিভিশনের এডিটর প্রণব সাহা, ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, দেশ টিভির এডিটর সুকান্ত গুপ্ত অলক, ইন্ডিপেন্ডেন্ট টিভির চীফ নিউজ এডিটর আশিষ সৈকত, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ, এটিএন নিউজের সাবেক হেড অফ নিউজ মুন্নী সাহা, একাত্তর টিভির হেড অব ন্যাশনাল মনির হোসেন লিটন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নিউজ এডিটর আইয়ুব ভূঁইয়া, দৈনিক আমাদের সময় ও দ্য বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক মাঈনুল আলম, জুমবাংলাডটকম-এর এডিটর মাহমুদুল হাসান এবং চীফ রিপোর্টার আলমগীর হোসেন।
তাঁরা ওইদিন সড়কযোগে দুপুরে চাঁদপুর পৌঁছার পর প্রথমে যান চাঁদপুর সদরের শাহতলী গ্রামে আলোচিত পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা নানা জাতের ফলের বাগান ফ্রুটস ভ্যালী এগ্রোতে। সেখানে ওই বাগানের অর্গানিক ড্রাগন ও বিদেশি নানা জাতের আমের জুস পান করেন। তারপর তারা চলে যান চাঁদপুর সদর উপজেলার আলুমড়া গ্রামে ফারিসা হোটেল এন্ড রিসোর্টে। সেখানে খামারের বিশুদ্ধ দুধের চা-কফি পান করে চলে যান চাঁদপুরের পর্যটন কেন্দ্র তিন নদীর মিলনস্থল সংলগ্ন বড়স্টেশন মোলহেডে। সেখানে তাঁদের ফুল দিয়ে বরণ করেন একঝাঁক তরুণী। এরপর তাঁরা পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর নির্মল হাওয়ায় কিছুক্ষণ অবগাহন করার পর ইলিশের বাড়ি চাঁদপুরের তাজা ইলিশ কিনতে ভিড় করেন দেশের সবচেয়ে বৃহৎ ইলিশের আড়ত চাঁদপুর মাছঘাটে। সবাই ঘুরে ঘুরে যে যার মতো করে পছন্দের ইলিশ কিনে বাক্সবন্দি করে নিয়ে নেন পরিবারের জন্যে।
মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক রাজা বলেন, জীবনে প্রথম চাঁদপুরের এই বৃহৎ ইলিশ মাছের আড়তে এসেছি। সেখানে এসে পদ্মা-মেঘনার তাজা ইলিশ কেনার মজাটাই ছিলো অন্যরকম। কারণ ইলিশগুলো ছিলো তাজা ও দামও ছিলো কম। তবে প্রথমে আমরা চাঁদপুরের আলোচিত ফ্রুটস ভ্যালী এগ্রোতে যাই। সেখান থেকে নানা ধরনের আম নিজের হাতে ছিঁড়ে নেয়ার মতো অভিজ্ঞতাও ছিলো প্রথম।
বার্তা সংস্থা ইউএনবি-এর উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন বলেন, চাঁদপুরে অল্প সময়ের জন্যে এসে এতো প্রজাতির আম দেখতে পারবো, খেতে পারবো কখনোই ভাবিনি। আর এখানকার তাজা ও মজার ইলিশ খেলাম, ঘুরলাম। এক কথায় অসাধারণ ছিলো আমাদের এই ঝটিকা ভ্রমণ।
জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমি ফেসবুকে দেখেছি চাঁদপুরের ফ্রুটস ভ্যালী এগ্রোর কথা। এসে দেখি এটা তার চেয়েও অনেক চমৎকার। আমি মনে করি, এটা কৃষিভিত্তিক সাংবাদিকতার একটি পার্ট হতে পারে। আর ইলিশের জন্যে চাঁদপুরই বেস্ট।
এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন বলেন, চাঁদপুরে আসার পর ফ্রুটস ভ্যালী এগ্রোর ড্রাগন ফলের জুস ছিলো ওয়েলকাম ড্রিংক্স। তারপর বিদেশি হরেক রকমের আমের জুস, কাটা আমের স্বাদ নিলাম। তবে বাগান ঘেঁষে ডাকাতিয়া নদীর পাড়ে মাচায় ছিলো দারুণ এক আড্ডার অনুভূতি। এখন ইচ্ছে হয় নিজেও যেনো এ রকম কিছু একটা করি।
এমআরডিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান মুকুর বলেন, আমরা এভাবে এতোজন বাংলাদেশের তারকা সাংবাদিকদের নিয়ে কোথাও যাইনি। তবে চাঁদপুরে এসে এখানকার তাজা ইলিশ মাছ, অর্গানিক নানা ফলের স্বাদ পেয়ে আমরা মুদ্ধ। তাছাড়া নদীর মনোরম দৃশ্য আর প্রাকৃতিক পরিবেশে দিনটি অনেক সুন্দর কেটেছে। ইচ্ছে হয় যেনো বার বার আসি।