প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০
চাঁদপুরের পাঁচটি রোটার্যাক্ট ক্লাবের রোটারী জিরো আওয়ার সেলিব্রেশন
রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট-৬৫ বাংলাদেশের চাঁদপুর জোনের ৫টি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি ও সচিবদের আয়োজনে রোটার্যাক্টর, পাস্ট প্রেসিডেন্ট, আইপিপি, অ্যাডভাইজার একত্রিত হয়ে জিরো আওয়ার সেলিব্রেশন করেন।
জুন মাসের ৩০ তারিখ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার প্রাঙ্গণে চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠের সামনে রাত ৯টায় এ আয়োজন করা হয়।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল, চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন, চাঁদপুর হিলশা সিটি ও ডাকাতিয়া হাজীগঞ্জ রোটার্যাক্ট ক্লাবের প্রায় ২৫-৩০জন রোটার্যাক্টরের উপস্থিতিতে জিরো আওয়ার সেলিব্রেশনটি কেক কেটে, ফেলোশীপ ও আড্ডার মাধ্যমে উদযাপন করা হয়।