প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০
আজ খেলাঘর আসরের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর অবিরাম কাজ করে যাচ্ছে। খেলাঘর আসর চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে আজ ২৯ জুন শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাদাত হোসেন শান্ত ও জেলা স্কাউটস সম্পাদক অজয় ভৌমিক।
অনুষ্ঠানে শিশুসহ আমন্ত্রিতদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন খেলাঘর আসর চাঁদপুর জেলা কমিটির সভাপতি হাফেজ আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুমা সরকার।