প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০
রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রব মজুমদার আর নেই
কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুর রব মজুমদার (৭০) ২৭ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বার্ধক্যজনিত কারণে ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের প্রথম জানাজা শুক্রবার সকাল ৮টায় রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় রহিমানগর বাজারের ব্যবসায়ী আলহাজ্ব কবির আহম্মদের পরিচালনায় মরহুমের স্মৃতিচারণের উপর বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের কচুয়া ওয়ার্ডের সদস্য আলহাজ্জ্ব তৌহিদুল ইসলাম খোকা, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, ৯নং কড়ইয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর প্রমুখ। মরহুমের জানাজার ইমামতি করেন মাওলানা মেজবাহুল ইসলাম লতিফী। মৃত্যুকালে তার চার ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। মরহুমের জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন।
মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার শ্বশুর বাড়ি গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী গ্রামে এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার গ্রামের বাড়ি একই উপজেলার কড়ইয়া ইউনিয়নের কোহলথুড়ি গ্রামে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।