প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০০:০০
হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ দায়িত্ব বুঝে নিলেন
হাজীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী দায়িত্ব বুঝে নিলেন। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা ই-সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আয়োজন করা হয়। দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা পরিষদেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ। একই সময় দায়িত্ব বুঝে নেন ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার
এ দিন বেলা তিনটার দিকে তিনি দলীয় নেতৃবৃন্দের ভালোবাসায় সিক্ত হয়ে দোয়ার আয়োজনের মধ্য দিয়ে তাঁর কার্যালয়ে নিজ অফিসে বসেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে কয়েকশ’ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যগণের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন দুলাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বতু, আলহাজ্ব সফিকুল ইসলাম মীর, গাজী ওলি উল্যাহ্ প্রমুখ। পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা মাওলানা মাঈনুদ্দিন মিয়াজী।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, ইঞ্জিঃ মোখলেছুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, অমল ধর, জহির প্রধানীয়া সাবেক ছাত্রনেতা এবায়েদুর রহমান খোকন বলি, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন জীবনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।