প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০০:০০
রামপুর উচ্চ বিদ্যালয়ের সাথে কলেজের স্থান নির্ধারণ
হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর স্কুলের সাথে একটি কলেজ নির্মাণের দাবি এলাকাবাসীর বহুদিনের পুরানো। দীর্ঘদিন ধরে এই স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রয়োজনে এখানে একটি কলেজ নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছিলো। কারণ এখানকার ছেলেমেয়েরা বহু দূরে বলাখাল, হাজীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লায় গিয়ে ভর্তি হতে অনেকেরই জন্যে বিভিন্ন প্রকার অসুবিধার সৃষ্টি হতো। তাই এলাকার মানুষ এবং রামপুর স্কুল থেকে এসএসসি পাস করা ছাত্র-ছাত্রীরা যাতে এখানেই নির্বিঘ্নে কলেজে পড়াশোনা করতে পারে সেজন্যে এখানে একটি কলেজ শাখা বা পূর্ণাঙ্গ কলেজ নির্মাণের জন্যে দাবি করে আসছিলেন। তাদেরই সেই স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে এলেন এলাকার দানবীর এসএম মানিক।
রামপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এসএম মানিক দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) রফিকুল ইসলাম এমপি মহোদয়ের সাথে আলোচনা করে ২৭ জুন বৃহস্পতিবার সকালে রামপুর উচ্চ বিদ্যালয়ের সাথে কলেজের স্থান নির্ধারণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সরকারসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে এসএম মানিক জানান, যেহেতু প্রত্যাশিত রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ দীর্ঘদিন ধরেই এ দাবিটি করে আসছিলেন, তাই মাননীয় এমপি মহোদয়ের আশ্বাসের কারণে আমি সবাইকে নিয়ে কলেজের স্থানটি নির্ধারণ করেছি। এরপর এমপি মহোদয়ের সাথে আরো আলোচনা সাপেক্ষে কলেজের কাজটি বাস্তবায়নের জন্যে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই ইউনিয়নে বহু স্কুল রয়েছে। কিন্তু কাছাকাছি কোনো কলেজ না থাকায় বিশেষ করে মেয়েরা অনেক দূরে গিয়ে কলেজে পড়াশোনা করতে নানারকম অসুবিধার সম্মুখীন হয়। এখানে কলেজ বাস্তবায়ন করলে বিশেষ করে মেয়েদের জন্যে অনেক সুবিধা হবে বলে মনে করেন এলাকাবাসী।