বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০

মানবিক মানুষ হওয়া জরুরি

-----অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ

কামরুজ্জামান টুটুল ॥
মানবিক মানুষ হওয়া জরুরি

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায়, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৫ জুন (মঙ্গলবার) কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।

পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে অবহিত করে তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফল করে পরিবার ও কলেজের সুনাম বৃদ্ধি এবং সততা নিষ্ঠার সাথে দেশের কল্যাণে দায়িত্ব পালন করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহ, গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন, বিদ্যোৎসাহী সদস্য সাবেক অধ্যাপক স্বপন কুমার পাল, বিদ্যোৎসাহী সদস্য শামসুজ্জামান মুন্সী, প্রতিষ্ঠাতা সদস্য আজিম মজুমদার, অভিভাবক সদস্য এস.এম. আক্তার হোসেন ও অভিভাবক সদস্য আবুল কাশেম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক শ্রীকৃষ্ণ দে, সহকারী অধ্যাপক বেলাল হোসেন, সহকারী অধ্যাপক সেলিম মিয়া, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস, প্রভাষক আতিকুর রহমান প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ক’জন শিক্ষার্থী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু নোমান মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার।

অনুষ্ঠান শেষে মূল্যায়ন পরীক্ষায় বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা ও বিএমটি শাখা থেকে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে তাদেরকে পুরস্কার দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়