বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০

মতলব উত্তরে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

মতলব উত্তর উপজেলায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদেরকে পূর্ব ইসলামাবাদ ওয়ালী উল্লাহ বাড়ির শামীমের বসতঘর থেকে আটক করা হয়। আটককৃতরা হলো ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইসলামাবাদ গ্রামের হাসান প্রধানের ছেলে মাহমুদ হোসেন প্রকাশ আলী হোসেন (২৮) ও ওয়ালী উল্লাহর ছেলে শামীম মিয়া।

২৫ জুন মঙ্গলবার রাত প্রায় ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার পূর্ব ইসলামাবাদ ওয়ালী উল্লাহ বাড়ির শামীমের বসতঘর থেকে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ। এ সময় আসামীর কাছে থাকা ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, সে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা থেকে স্বল্পমূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এ এলাকায় বেশি দামে বিক্রি করে। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মতলব উত্তর থানার এসআই (নিঃ) মোঃ নিজাম উদ্দীন, মোঃ বেলাল হোসেন, এএসআই (নিরস্ত্র) শাহাদাৎ হোসেন-২, মনির হোসেন মুন্না সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মতলব উত্তরকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়