প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০
শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে মিলাদ
শাহরাস্তির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস কুমার দত্তের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক পিটিআই ইন্সট্রাক্টর মোঃ আবুল কাসেম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজির আহমেদ, মোঃ নাজমীর হোসেন, মোঃ ওমর ফারক, মোঃ হুমায়ুন কবির, মোঃ রাশেদ আহমেদ প্রমুখ।
আইসিটি বিভাগের প্রভাষক মোঃ শাহজামালের সঞ্চালনায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম, সাবরিনা ইসলাম, সাইফুল ইসলাম, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের একাডেমিক অ্যাডভাইজার সাবেক সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, ধামড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনুর রশীদ ষষ্ঠী, তাফাজ্জল মিয়াজী, আবুল কাসেম ভূঁইয়া, মোঃ জসিম উদ্দিনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আবু ইউসুফ খান।