বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণকালে জিএস তছলিম আহমেদ

কৃষকদেরকে কৃষিকাজে আরো বেশি মনোননিবেশ করতে হবে

প্রবীর চক্রবর্তী ॥
কৃষকদেরকে কৃষিকাজে আরো বেশি মনোননিবেশ করতে হবে

ফরিদগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা ও ঘূর্ণিঝড় রেমাল উপলক্ষে পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের (উফশী জাতের) বীজ ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ। ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম আহমেদ।

উদ্বোধক ও প্রধান অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ বলেন, একসময় সারের জন্যে এদেশে কৃষকদের প্রাণ দিতে হয়েছে। সেই সার আজকে সরকার বিনামূল্যে বিতরণ করছে। ভর্তুকি দিয়ে কৃষকদের সার পাওয়ার ব্যবস্থা করেছে। এর সবকিছুরই কৃতিত্ব বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি এদেশের মানুষের কথা ভাবেন বলেই কৃষকদের জন্যে সবকিছুই করছেন। কিন্তু কৃষকদেরও দায়িত্ব রয়েছে, সরকারের এই সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কৃষি কাজে আরো নিজেদের মনোনিবেশ করা। উন্নত প্রযুক্তি ব্যবহার এবং ভিটামিনযুক্ত ধানের আবাদ করতে একে-অপরকে উদ্বুব্ধ করতে হবে। আমাদের বিজ্ঞানীরা নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করছেন। ফলে আমাদের ধানের উৎপাদন আরো বাড়বে। কোনো ক্রমেই যেনো ফসলি জমি অনাবাদি থাকে সেদিকে নজর দিতে রাখতে হবে।

কৃষি অফিস জানায়, রোপা আমন প্রণোদনা ৯০০ জন, নারিকেল চারা ৪৫০ জন, ঘূর্ণিঝড় রেমালের পুনর্বাসন (রোপা আমনের উফশী বীজ ও সার) ৪০০ জন, ১ জন কৃষক ১ বিঘা জমির জন্যে রোপা আমন ধানের উফশী জাতের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে পাবেন। আর নারিকেল চারা একজন কৃষক ৫টি করে চারা পাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়