বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুর সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
চাঁদপুর সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

গতকাল ২৬ জুন বুধবার চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নূরুননাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক এবং বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৪-এর আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম মোহাম্মদ রিয়াজ উদ্দিন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ফেরদৌস, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যপক পেয়ার আহাম্মদ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়জুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক প্রমুখ।

সভাপতির বক্ত্যব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা সমাপনান্তে উচ্চশিক্ষায় গমন করে ছোট পরিসর থেকে বড় পরিসরে জীবনকে গড়ে তুলবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এ বিদায় তোমাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ, প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কখনো বিদায় হয় না। তোমরা সবসময়ই তোমাদের এ প্রিয় প্রাঙ্গণে আসবে এটাই প্রত্যাশা। তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা অতীতের ন্যায় এবারও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের জন্যে দোয়া করা হয় এবং কলেজের প্রয়াত উপাধ্যক্ষ মরহুম আবুল খায়ের খানের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রায় ৬৫০ পরীক্ষার্থীসহ অন্য শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়