প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের দোয়া
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চাঁদপুর জেলা যুবদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন মঙ্গলবার বাদ আসর চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। উপস্থিত ছিলেন সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, মোস্তফা বন্দুকসী, শাজাহান কবির খোকা, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজ্জাক হাওলাদার, হীরন মাঝি, সহ-দফতর সম্পাদক ইউসুফ মিয়াজী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হোসেন গাজী, জুলহাস আহমেদ জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান, সুমন বেপারীসহ জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।