প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০
কাউছ মিয়ার মৃত্যুতে হাজী আলাউদ্দিন বেপারীর শোক
দেশের শীর্ষ করদাতা ও হাকিমপুরী জর্দার মালিক মোঃ কাউছ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আলাউদ্দিন বেপারী। তিনি ২০ বার সেরা করদাতা নির্বাচিত মোঃ কাউছ মিয়া সম্পর্কে স্মৃতিচারণ করেন বলেন, চাঁদপুরবাসী একজন দানবীরকে হারালো। এ ক্ষতি সহজে পূরণীয় নয়। বিশেষ করে তাঁর জন্মস্থান চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নবাসী একজন দানবীর ব্যক্তিকে হারালো। একজন অভিভাবক হারালাম আমরা। তাঁর পৈত্রিক নিবাস আমার নিজ ইউনিয়ন, তিনি সবসময় সরল প্রকৃতির সদা হাস্যোজ্বল ও অতিদরিদ্র মানুষের বন্ধু ছিলেন। দানবীর কাউছ মিয়াকে ভালোবেসে রাজরাজেশ্বরবাসী তাঁর কাছেই অভাব অভিযোগ, মান অভিমান, অসুখ-বিসুখ, দুঃখ-কষ্টগুলো শেয়ার করতেন। আমরা রাজরাজেশ্বরবাসী তাঁকে হারিয়ে বাক্রুদ্ধ। আমি রাজরাজেশ্বরবাসীর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সমন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।