প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০
ইফার জেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা
জঙ্গিবাদ ইসলাম পরিপন্থী কাজ
----------অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে জেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ জুন মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, এ দেশের ৯৫ ভাগ মুসলমান। সেখানে ধর্মের দাওয়াত গোপনে দিতে হবে, এটি আবার কেমন কথা। যারা গোপনে মানুষকে ধর্মের নামে দাওয়াত দেয় তারা মানুষকে বিভ্রান্ত করে। এদের উদ্দেশ্য অসৎ। তা না হলে ধর্মের কথা গোপনে প্রচার করবে কেনো? যুগ যুগ ধরে যারা ধর্মের কথা বলেছেন তারাতো প্রকাশ্যেই বলেছেন এবং তাদের আদর্শ দেখে মানুষ মুসলমানও হয়েছেন।
তিনি আরো বলেন, যারা বোমা মেরে মানুষ হত্যা করে, তারা কোন্ ইসলামের কথা বলে? ইসলামে আত্মহত্যা করা মহাপাপ। তারা নিজেরাও মরে মানুষকেও মারে। আর মানুষ হত্যা করে তারা ইসলামের দাওয়াত দিতে চায়। আসলে জঙ্গিবাদের মূলমন্ত্রই হলো ইসলামের পরিপন্থী কাজ করে মানুষ হত্যা করা। তারা তাদের অনুসারীদের জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের সন্তানদেরও নিয়মিত খোঁজ খবর রাখতে হবে। তারা কার সাথে চলে, কার সাথে মিশে-এ ব্যাপারে সজাগ থাকতে হবে। যে সকল বই লাইব্রেরিতে পাওয়া না যায় বিতর্কিত ওই ধরনের বই ধর্মের নামে কেউ বিতরণ করলে তার তথ্য পুলিশকে অবহিত করতে হবে।
ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ সফিউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল হাছান। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মাওঃ মোঃ শাহ পরান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাজা আহমদ শাহ্ জামে মসজিদের ইমাম পীরজাদা মাওঃ খাজা জোবায়ের। উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকবৃন্দ।