প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় অভিযান চালিয়ে ২২ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আটক করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার মেঘনা নদীর ষাটনল অঞ্চলে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম। দুপুরে উপজেলা ক্যাম্পাসে ২২ লক্ষাধিক টাকা মূল্যের ১ লক্ষ মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী শরিফুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, অফিস সহকারী মোস্তাফিজুর রহমান।