প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদের খতিবের ইন্তেকাল
চাঁদপুর জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি কিছুদিন পূর্বে রাস্তা পার হয়ে পুলিশ লাইন্স নার্সারি নিকটস্থ নিজ বাসায় যাওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একনাগাড়ে দীর্ঘ প্রায় ৩০ বছর চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।