শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মুন্সীরহাট সড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৪
গোলাম মোস্তফা ॥

মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট গাবতলী এলাকায় সিএনজি অটোরিকশা, অটোবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজন মোটরবাইক আরোহী ও একজন অটোবাইক চালক।

আহতদের সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ৩ যুবক ব্যক্তিগত কাজে চাঁদপুরে এসে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মুন্সীরহাট গাবতলী এলাকায় দুর্ঘটনার শিকার হয়। মতলবগামী একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ৩ আরোহী রাস্তার পাশে পড়ে যায় এবং একই সিএনজি অপরদিক থেকে আসা একটি অটোরিকশাকেও ধাক্কা দেয়। এতে মোটরবাইক আরোহী ও অটোরিকশা চালকসহ তিনজন আহত হন। এছাড়া চাঁদপুর শহরের জামতলা এলাকার কলন্দরের ছেলে রুহুল আমিন (৩৫) মারাত্মক আহত হন। মোটরসাইকেল আরোহী তিন যুবক হলো : মতলব দক্ষিণ উপজেলার কলাদী গ্রামের মহসীনের ছেলে নাফি (২০), মতলব উত্তর উপজেলার হলুদিয়া গ্রামের শাহ আলমের ছেলে আরিফুর রহমান (২২) ও মতলব বাজার এলাকার মনির হোসেনের ছেলে মেহেদী হাসান (২২)।

আহতদের ডাকচিৎকারে ঘটনাস্থলে পাশের তালুকদার বাড়ির বাসিন্দা মতলব রয়মনেন্নেছা কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্রী হাছনাহেনা আহত ৪ জনকে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে অটোরিকশা চালক রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে আহত ৪ জনকে চিকিৎসার ব্যবস্থা, আবার নিজের অর্থে প্রয়োজনীয় ঔষধ এবং আহতদের পরিবারদের সকলকে মোবাইলে আহতের খবর জানান হাছনাহেনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সকলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়