প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি বিদ্যালয় মাঠে আলোচনা সভা, বাজারে আনন্দ মিছিল ও কেক কাটার আয়োজন করা হয়।
বুধবার বিকেলে আয়োজিত আলোচনা সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য নূরুল আমিন হেলাল।
ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রবাসীকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মেম্বার, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, গিয়াস উদ্দিন গাজী, মজিবুর রহমান হাওলাদার, হাবিবুর রহমান হাওলাদার, সেজু পাটোয়ারী, আমিন হাজী, শুকুর খান ও আব্দুল কাদের মোল্লা।
এছাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদ খান, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ভূঁইয়া, কাইয়ুম পাটোয়ারী, কামাল বেপারী, লিটন ফরাজী, আব্দুল হান্নান, রাজন, বাবু, জয়নাল, আঃ রহিমসহ বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।