বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জের কেরোয়ায় ছয় বাড়ি ঐক্য ও উন্নয়ন কমিটির ঈদ পুনর্মিলনী

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
ফরিদগঞ্জের কেরোয়ায় ছয় বাড়ি ঐক্য ও উন্নয়ন কমিটির ঈদ পুনর্মিলনী

ফরিদগঞ্জ পৌর এলাকার উত্তর কেরোয়ায় ছয় বাড়ি ঐক্য ও উন্নয়ন কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট এলাকার ঐক্য কয়েকশ’ বছরের। এ ঐক্যকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। ভৌগোলিকভাবে এ ছয় বাড়ি একটি অবস্থানে থাকায় সুদীর্ঘকাল থেকে মিলেমিশে চলে আসছে। এ ঐক্যের উদ্দেশ্য হচ্ছে- এলাকার সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এলাকার রাস্তাগুলোর উন্নয়ন, এলাকার মানুষের বিরোধগুলো সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। যার বিনিময়ে মৃত্যুর পর পরপারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে শান্তিতে থাকার প্রত্যাশা।

১৯ জুন বুধবার বিকেলে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ শাহজালালের সভাপতিত্বে ও তরুণ প্রজন্ম মোঃ ফাহাদের সঞ্চালনায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ জায়েদ বিন রেদওয়ান। অনুষ্ঠানের শুরুতে ইসলামী গজল পরিবেশন করেন মোঃ মিনহাজ। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা রেদওয়ান উল্যাহ, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী রুবেল মিয়াজি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাহাউদ্দিন মিয়াজি, সাবেক কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া, কমিটির সহ-সভাপতি আঃ রহিম আলাবক্স, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন আলাবক্স, জাহেদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ অনিক আলাবক্স।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ডিলার মোঃ ছলেমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু হানিফ ভূঁইয়া, মোঃ ফারুক হোসেন আলাবক্স প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐক্য ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের শত বছরের ঐক্য সুদৃঢ় করেই উন্নয়নে হাত দেয়া হবে। সংশ্লিষ্ট এলাকার কিশোর ও তরুণদের জন্য একটি খেলার মাঠ নির্মাণ করা অতীব জরুরী। তাই খেলার মাঠ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অগ্রাধিকার দেয়া হবে বলে সকলে একমত পোষণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়