বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০

রূপসা দক্ষিণ ইউনিয়নে গণসংবর্ধনায় খাজে আহমেদ মজুমদার

আপনাদের ভোটের ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধে আপ্রাণ চেষ্টা করবো

প্রবীর চক্রবর্তী ॥
আপনাদের ভোটের ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধে আপ্রাণ চেষ্টা করবো

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারকে রূপসা দক্ষিণ ইউনিয়নের নির্বাচন পরিচালনাকারী কমিটি ও এলাকাবাসীর পক্ষে গণসংবর্ধনা দেয়া হয়েছে। ২২জুন শনিবার বিকেলে ইউনিয়নের চরমান্দারী শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি খাজে আহমেদ মজুমদার তার বক্তব্যে বলেন, রাজনীতি করতে করতে আজ আপনাদের দোয়ায় এই পর্যন্ত এসেছি। নির্বাচনের পূর্বে আপনাদের সাথে কথা বলেছি। ভোট প্রার্থনা করেছি। বলেছি আমি নিবাচিত হলে উন্নয়নের বিনিময়ে সেই ঋণ পরিশোধের আপ্রাণ চেষ্টা করবো। নির্বাচিত হওয়ার পূর্বেও কাজ করেছি। এখন নির্বাচিত হওয়ায় দায়িত্ব আরো বেড়ে গেছে। আমি আপনাদের দেয়া কথা অবশ্যই রাখবো। এলাকার উন্নয়নে আপনাদের সাথে থাকবো। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে অবশ্যই সকলের অংশগ্রহণ জরুরি। আমি আশা করবো আপনারাও এই উন্নয়ন- অগ্রযাত্রায় পাশে থাকবেন।

সভায় বাঁধন শীলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইসকান্দার মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি সদস্য আমির হোসেন, পারভেজ পাটওয়ারী, সাইফুল মাস্টার, মাহবুব আলম বাবু প্রমুখ।

এর আগে রূপসা দক্ষিণ ও ওয়ার্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে ফুলে দিয়ে সংবর্ধনা দেয়া হয় নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়