বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ চরদুঃখিয়ায় জায়গা দখল ও গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই ছেলেকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার ॥
ফরিদগঞ্জ চরদুঃখিয়ায় জায়গা দখল ও গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই ছেলেকে পিটিয়ে জখম

ওয়াপদার খাল দখল করে ভরাট, কৃষিজমির পানি নিষ্কাশনে বাধা ও অন্যের জায়গা জোরপূর্বক দখল করে গাছ কেটে দেয়াল নির্মাণের প্রতিবাদ করায় প্রতিপক্ষরা সন্ত্রাসী হামলা চালিয়ে মা রানু বেগম (৪৫) এবং তার দুই ছেলে রাহাত (১৮) ও রাসেল (২২)কে আহত করেছে। ঘটনাটি ঘটেছে ২১ জুন দুপুরে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া গ্রামের কাদির মিজি বাড়ির লাগোয়া রাঢ়ি বাড়িতে। এই ঘটনায় প্রতিবেশী এক নারী (খুকি বেগম) উদ্ধারে এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান। তাদের মধ্যে রাহাতের অবস্থা অশঙ্কাজনক। তার মাথায় একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। আহতরা চরদুঃখিয়া রাঢ়ি বাড়ির মাসুদ রাঢ়ির স্ত্রী ও সন্তান।

মাসুদ রাঢ়ি জানান, হামলার সময় তিনি জোহরের নামাজ পড়ার জন্যে মসজিদে ছিলেন। ঘটনা সম্পর্কে বলেন, তাদের বাড়ির বাগানের কিছু জায়গা নজির মিজি তার ভাতিজাদের প্রভাবে জোরপূর্বক ভোগ দখল করে আসছে। সেই জায়গার গাছগুলো কেটে এবং পাশের ওয়াপদার সরকারি খাল ভরাট করে দেয়াল নির্মাণ করে। ওই খাল ভরাট করার কারণে আশেপাশের কৃষি জমির পানি নামতে পারবে না এবং বাড়িতে পানি উঠে যাবে। এসব বিষয়ে কথা বলায় ও প্রতিবাদ করায় আমার ও পরিবারের সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে নজির মিজি ও তার ভাতিজা রহমান, আওয়াল, আমিন ও মিজান মিজি লাঠি সোটা, স্টিলের পাইপ ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আমার স্ত্রী ও দুই ছেলেকে আহত করে। এমনকি প্রতিবেশী বিল্লাল পাটোয়ারীর স্ত্রী খুকি বেগম আমাদের রক্ষা করতে আসলে তাকেও মারধর করা হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে যাবো এবং ন্যায়বিচার চাইবো।

ভুক্তভোগী মাসুদ রাঢ়ি আরো বলেন, নজির মিজি এলাকার চিহ্নিত মামলাবাজ ও ভূমিদস্যু। নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের বিরুদ্ধেও থানায় মিথ্যা অভিযোগ করে একাধিক মামলা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়