প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০
রাজরাজেশ্বরে বেপারী বংশের প্রবীণ-নবীন ঈদ পুনর্মিলনী
চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আলাউদ্দিন বেপারী বাড়ির প্রবীণ-নবীনদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হানিফ বেপারীর বাড়িতে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেপারী বংশের প্রবীণ-নবীন সদস্যরা উপস্থিত হন। এ সময় তারা ঈদ পুনর্মিলনী শেষে একটি সিদ্ধান্তে উপনীত হয় যে, যখন মামলা শেষে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আলাউদ্দিন বেপারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। মামলার জটিলতা শেষে নির্বাচন কমিশনার যখন নির্বাচন তফসিল ঘোষণা করবেন, সে সময় আলাউদ্দিন বেপারী বংশ থেকে প্রার্থী থাকবেন। রাজরাজেশ্বর ইউনিয়নের তৃণমূলের মানুষের দাবির প্রেক্ষিতেই বেপারী বংশের সকলে একমত পোষণ করে আলাউদ্দিন বেপারীর প্রার্থিতা ঘোষণা করেন।
পুনর্মিলনীতে রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী খলিলুর রহমান বেপারী, মোঃ আলী হোসেন বেপারী, সিরাজ বেপারী, মাস্টার জহিরুল ইসলাম বেপারী, আলী আহমদ বেপারী, জাকির হোসেন বেপারী, বেপারী মোস্তফা, দেলোয়ার হোসেন মুন্না, রহম আলী বেপারী, মালেক বেপারী, মোস্তফা বেপারীসহ বেপারী বংশের প্রবীণ-নবীন সদস্যরা উপস্থিত ছিলেন। বেপারী বংশের সকলে সিদ্ধান্ত নেওয়ায় আলাউদ্দিন বেপারী তার প্রতিক্রিয়ায় ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।