প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০
ঈদের দিনে সেই তিন শিশুর পাশে বাকিলা প্রবাসী আওয়ামী ফোরাম
গত সপ্তাহে হাজীগঞ্জের বাকিলার গোগরায় সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল বেপারী ও পিংকি বেগম দম্পতি নিহত হওয়ায় তাদের জমজ তিন শিশু সন্তান চিরতরে এতিম হয়ে পড়ে। সেই তিন এতিম শিশুর সহায়তায় এগিয়ে আসেন ২নং বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী লীগ ফোরামের নেতৃবৃন্দ। সোমবার (১৭ জুন) বিকেলে নিহত দম্পতির বাড়িতে উপস্থিত হয়ে শিশুদের হাতে অনুদান তুলে দেন তারা। শিশুদের মাথায় হাত দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভপতি ও ২নং বাকিলা ইউনিয়ন প্রবাসী ফোরামের সমন্বয়কারী রকিবুল ইসলাম রাকিব, বাকিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রবাসী ফোরামের যুগ্ম সমন্বয়কারী নাজমুল আহসান নয়ন, স্থানীয় ইউপি সদস্য আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, হাজীগঞ্জের ২নং বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী লীগ ফোরাম বহু বছর ধরে নিজ ইউনিয়নের অসহায়দের কল্যাণ-সেবা করে আসছে। বাকিলা ইউনিয়নের বাসিন্দা কিন্তু প্রবাসী আর আওয়ামী লীগের সমমনাদের সমন্বয়ে এই ফোরাম গঠিত হয়। মূলত এ সকল প্রবাসীর আয়ের টাকা থেকে ফান্ড গঠন করে বাকিলা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদেরকে অনুদান প্রদান করা হয়। তারই ধারাবাহিতকায় এদিন তিন ভাই-বোনকে অনুদান প্রদান করে ফোরামটি।