বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০০:০০

সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সংবর্ধনা হবে স্মরণকালের বৃহৎ সংবর্ধনা

----মেয়র আবুল খায়ের পাটওয়ারী

প্রবীর চক্রবর্তী ॥
সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সংবর্ধনা হবে স্মরণকালের বৃহৎ সংবর্ধনা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুবারের নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এবং উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারকে গণসংবর্ধনা প্রদান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ জুন বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও অ্যাডঃ মোহাম্মদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন্নাহার অনি, ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি বাবুল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মিজান ভদ্র, গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছ বেগ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আলমগীর তালুকদার প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুবারের নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এবং উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারকে গণসংবর্ধনা দেয়া হবে। এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনা। আমাদের এই দুই জনপ্রতিনিধিকে আমরা সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিবো।

পরে সকলের সম্মতিক্রমে গণসংবর্ধনার জন্যে ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়