বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুর পৌরসভা মেয়রের প্রশংসনীয় উদ্যোগ

শহরের যানজট নিরসনে কাজ করছে স্বেচ্ছাসেবী স্কাউট

স্টাফ রিপোর্টার ॥
শহরের যানজট নিরসনে কাজ করছে স্বেচ্ছাসেবী স্কাউট

রোজার ঈদের মতো কোরবানির ঈদে চাঁদপুর শহরের যানজট নিরসনে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপ। মঙ্গলবার ১১ জুন সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট গ্রুপের সদস্যরা রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের এই কার্যক্রম চলবে ঈদের রাত পর্যন্ত।

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ঈদে শহরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে স্কাউট সদস্যদের রাস্তায় নামিয়েছেন বলে জানান জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপের একাধিক সদস্য।

সরেজমিনে দেখা গেছে, চাঁদপুর শহরের ব্যস্ততম রাস্তার দুই পাশে বিভিন্ন বিপণীতে ঈদের কেনাকাটা চলছে। রেলওয়ে কোর্টস্টেশন, শপথ চত্বর, বাইতুল আমিন জামে মসজিদ, হকার্স মার্কেটের শহরের ব্যস্ততম এই এলাকায় স্কাউটের সদস্যরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন। ট্রাফিক আইন মেনে চলতে তারা গাড়ি চালকদের অনুরোধ করেন।

এছাড়া ফুটপাতে গাড়ি দাঁড় করিয়ে না রাখতেও চালকদের অনুরোধ করছেন। পর্যাপ্ত লোকবলের অভাবে ট্রাফিক পুলিশ যানজট নিরসনে হিমশিম খাচ্ছিলো। মূলত ট্রাফিক পুলিশকে সহায়তা দেয়ার জন্য উভয়ে এক হয়ে এই কার্যক্রম পরিচালনা করছে।

শহরের একাধিক সচেতন ব্যক্তি বলেন, কোরবানি ঈদকে কেন্দ্র করে গরুর হাটসহ সবদিকের দোকানপাটে ব্যবসা জমে ওঠেছে। ক্রেতাদের পাশাপাশি যানবাহনের পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এতে যানজট অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে বিরূপ প্রভাব লক্ষ করা যাচ্ছিলো। কিন্তু মুক্ত স্কাউটের সদস্যরা প্রখর রোদ উপেক্ষা করে যানজট নিরসনে কাজ করায় জনমনে স্বস্তি লক্ষ করা যাচ্ছে।

জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা বলেন, ঈদে কেনাকাটা জন্যে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন নদী, সড়ক ও রেলপথে শহরের উপর দিয়ে চলাচল করে থাকেন। ঈদ উপলক্ষে মানুষের যাতায়াত রাস্তায় কয়েকগুণ বেড়ে যায়। এ কারণে শহরে যানজটের সৃষ্টি হয়। তাই আমাদের সংগঠনের সদস্যদের পৌরসভার মেয়র সাহেব যানজট নিরসনে কাজ করতে বলেছেন। তিনি শহরের ব্যস্ত এলাকায় যানজট নিয়ন্ত্রণে ঈদে এই উদ্যোগ নিয়েছেন।

স্কাউট সদস্যরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সংগঠনের ১৫ জন সদস্য ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করবেন। এটা চলবে ঈদের আগের রাত পর্যন্ত।

উল্লেখ্য, বছরের দুই ঈদ, পুজো উৎসবসহ বিভিন্ন আয়োজন ও ব্যস্ততম সময়ে চাঁদপুরের বিভিন্ন স্কাউট গ্রুপের সদস্যরা শহরের যানজট নিরসনে স্বেচ্ছাসেবী হয়ে কাজ করে আসছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়