মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১০ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুর সরকারি মহিলা কলেজে মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি ও মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক
চাঁদপুর সরকারি মহিলা কলেজে মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি ও মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি প্রদান

৯ জুন রোববার চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং অনার্স ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমানের সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ডাঃ এসএম সহিদ উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার জন্য বৃত্তি প্রদানকারী পরিবারকে ধন্যবাদ। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করে এগিয়ে আসার জন্যে শিক্ষার্থীদের আহ্বান জানাই।

ডাঃ এস এম সহিদ উল্লাহ বৃত্তি প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের ভূয়সী প্রশংসা করেন এবং প্রচলিত এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে ও ভবিষ্যতে বৃত্তির সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান বৃত্তি দাতাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই বৃত্তি অত্র কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার প্রতিযোগিতা বৃদ্ধি করেছে। এই প্রতিযোগিতার ফলে ভবিষ্যতে অত্র কলেজের শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করে কলেজের সুনাম বৃদ্ধির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তি’ প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলেন : উম্মে নাফিসা নোভা, আম্বিয়া লাবনী, নুরুন্নাহার ফাহমিদা, মারিয়াম আক্তার ও ইশরাত জাহান । মানবিক বিভাগের শিক্ষার্থীরা হলেন : সুমাইয়া আফরোজ, নূর হালিজা তৃষা, ফাতেমা নূর রাহা, মরিয়ম আক্তার ও নাজিফা তাহসিন। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হলেন- লাভনী আক্তার, হুমায়রা তাবাস্সুম, ফাতিহা তাবাস্সুম, কাশপিয়া ও সুমাইয়া আক্তার।

‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষার্থীরা হলো : সামছুন নাহার, স্বর্ণা আক্তার ও জান্নাতুল ফেরদাউস। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা হলো : মার্জিয়া জান্নাত মিম, মেহরিন আক্তার লোপা ও নাসরিন নুরজাহান। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা হলো : রিপা আক্তার, ফারজানা আক্তার ও নামিরাহ্ মাহমুদ। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা হলো : ফারজানা আক্তার, যাবিন তাসনিম ও শামীমা আক্তার। সর্বমোট ২৭ জনকে এক লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়