প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। গতকাল বুধবার শাহাজাহান শিশিরের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। এ খবর কচুয়ায় ছড়িয়ে পড়লে আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ইউছুফ ও সাবেক সাধারণ সম্পাদক রেজাউল মাওলা হেলালের নেতৃত্বে জগতপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সমর্থকরা চাঁদপুর-কুমিল্লা সড়কের জগতপুর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কার্তিক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলায়েত রিপনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অপরদিকে বুধবার সন্ধ্যায় শাহজাহান শিশিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তরের নেতৃত্বে পৌর বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উত্তর বাজার কাউন্সিলর কামাল হোসেনের কার্যলায়ের সামনে থেকে বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড হয়ে আকানিয়া ঘুরে পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তরের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় তারা সাবেক ছাত্রনেতা ও কচুয়া উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে উত্তাল করে তোলে পৌর এলাকা।
মিছিলে অংশ নেন গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার আহসান হাবীব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন স্ম্রাট, ইউনিয়ন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন টিটু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ, ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা ইমাম হোসেন, শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী নূরে আলমকে মারধরের ঘটনায় তার দায়ের করা মামলায় গত ২০২০ সালে ২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। পরে ২০২০সালের ৮ ডিসেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। তিনি টানা ৩ মাস ১২দিন কারাভোগ করেন।