প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব
৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ
পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৪তম তিরোধান উৎসব উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় ৩২ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ আয়োজন করেছে পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রম কমিটি। গত ২৭, ২৮ ও ২৯ মে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। গত ৩০ মে বৃহস্পতিবার থেকে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ শুরু হয়েছে। আগামী ১৯ জ্যৈষ্ঠ ২ জুন রোববার সকাল ৯টায় বাবার বাল্যভোগ, সকাল ১০টায় বাবার ষোড়শ পূজা, বাবার তিরোধান উপবাস ব্রত পালন চলবে দুপুর ১২ টা পর্যন্ত। দুপুর ১টায় বাবার রাজভোগ ও দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৪টায় বাবার শীতলভোগ, রাত ৮টায় বাবার মিস্ত্রী ও ফল ভোগ নিবেদন। আগামী ৩ জুন সোমবার সূর্যোদয়ে হরিনাম মহাযজ্ঞ সমাপন কুঞ্জভঙ্গ, নর-নারী সমবেত হয়ে নগর কীর্তন, দধিভা- ভাঙ্গন, জলকেলী ও উৎসব সমাপন হবে।