প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০
ডিবি পুলিশ কর্তৃক চার কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
চার কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা ডিবি পুলিশ। ২৮ মে মঙ্গলবার রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলাধীন বড় শাহতলী গ্রামের গাজী বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
এ সময় আসামীর বসতঘর তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেটে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা (মূল্য অনুমান ৮০ হাজার টাকা) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ ইসমাইল গাজী (৪৬) (পিতা-নজরুল ইসলাম গাজী, সাং-বড় শাহতলী, থানা ও জেলা-চাঁদপুর)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিজের ঘরে রেখেছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশের ফেসবুক পেইজে জানানো হয়, মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম, বার, পুলিশ সুপার, চাঁদপুর)-এর দিকনির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এসআই মঈনুল হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করে।
চাঁদপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।