প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চট্টগ্রামস্থ চাঁদপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক আলহাজ লায়ন মোঃ আলমগীর হোসেন বাবুল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি-৪ (২০২১-২২)-এর চলতি বর্ষের বাংলাদেশের জোন চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকার মরহুম আব্দুস সাত্তারের সন্তান আলমগীর হোসেন বাবুল উক্ত পদে নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাসহ তাঁর শুভাকাক্সক্ষীরা। রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকার তাঁর নিজ বাড়িতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ তাঁকে এ শুভেচ্ছা জানান।
বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোঃ আলমগীর হোসেন বাবুল দীর্ঘদিন ধরে বন্দরনগরী চট্টগ্রামে পরিবহন ব্যবসার সাথে জড়িত রয়েছেন। তিনি সারা ট্রেড এন্ড ট্রান্সপোর্ট ও মেহেদী এন্টারপ্রাইজের কর্ণধার। তিনি চট্টগ্রামের লায়ন্স ক্লাব অব গোল্ডেন সিটির চার্টার সেক্রেটারী এবং ওই ক্লাবে সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। একই সাথে দীর্ঘদিন বিভিন্ন সামাজিক সেবা সংগঠনের সাথে জড়িত আছেন। বর্তমানে তিনি বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ চট্টগ্রামে বসবাস করেন।
লায়ন মোঃ আলমগীর হোসেন বাবুল বলেন, ছোটকাল থেকেই আমার স্বপ্ন ছিলো মানুষকে বিভিন্নভাবে সেবা দেয়া। আর তা হচ্ছে আমার জন্মস্থান চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকায়। আমি সময় পেলেই আমার পরিবার, ছেলে-মেয়েসহ চলে আসি নিজ বাড়িতে। চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি আমি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাথে জড়িত। এছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছি। আমি যেনো সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে পারি, মানুষের কল্যাণে এগিয়ে যেতে পারি-এজন্যে সকলের সহযোগিতা ও দোয়া চাই।