প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে চেয়ারম্যান প্রার্থী আমির আজম রেজার গণসংযোগ
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আমির আজম রেজা গণসংযোগ করেছেন। ১৫ মে বুধবার তিনি পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা, কড়ৈতলী, সাহাপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমার পিতা প্রয়াত রাজা মিয়া এই উপজেলার মানুষের জন্যে কাজ করে গেছেন। তাঁরই উত্তরসূরি হিসেবে আমি এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আপানারা আমাকে আগামী ২৯ মে নির্বাচনে আনারাস প্রতীকে ভোট দিয়ে আমার পিতার স্বপ্নপূরণে সহায়তা করবেন।