প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর থানায় গ্রামপুলিশের সাপ্তাহিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রামপুলিশের ভূমিকা প্রশসংনীয়। তৃণমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ বিশেষ ভূমিকা রাখছে।
ওসি আরও বলেন, মফস্বলে অপরাধ দমনে গ্রামপুলিশরা অগ্রণী ভূমিকা পালন করে। লাঠি-বাঁশি হাতে নিয়ে তারা পাহারা দেয় গ্রামগঞ্জের পাড়া-মহল্লায়। তথ্য দিয়ে সহায়তা করে প্রশাসনকে। তাদের তৎপরতায় কমে গেছে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ। গ্রামপুলিশদের কাজে লাগালে মাদকের বিস্তারও বহুলাংশে কমে যাবে নিঃসন্দেহে।
সমাবেশে সেকেন্ড অফিসার এসআই প্রকাশ প্রণয় দেসহ অন্যান্য পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।