শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মতলব উত্তরে গ্রাম পুলিশদের সমাবেশ
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর থানায় গ্রামপুলিশের সাপ্তাহিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রামপুলিশের ভূমিকা প্রশসংনীয়। তৃণমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ বিশেষ ভূমিকা রাখছে।

ওসি আরও বলেন, মফস্বলে অপরাধ দমনে গ্রামপুলিশরা অগ্রণী ভূমিকা পালন করে। লাঠি-বাঁশি হাতে নিয়ে তারা পাহারা দেয় গ্রামগঞ্জের পাড়া-মহল্লায়। তথ্য দিয়ে সহায়তা করে প্রশাসনকে। তাদের তৎপরতায় কমে গেছে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ। গ্রামপুলিশদের কাজে লাগালে মাদকের বিস্তারও বহুলাংশে কমে যাবে নিঃসন্দেহে।

সমাবেশে সেকেন্ড অফিসার এসআই প্রকাশ প্রণয় দেসহ অন্যান্য পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়