প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যে ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় ৩১ আগস্ট মঙ্গলবার উপজেলার মৎস্যচাষীদের প্রশিক্ষণ, মাস্ক বিতরণ ও তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে।
ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৩১ আগস্ট মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, আমান উল্যা আমান, সাংবাদিক শিমুল হাছান, এসএম ইকবাল, মেহেদী হাছান, জাকির হোসেন, গাজী মমিন প্রমুখ ।
জাতীয় মৎস্য সপ্তাহ ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পোনা অবমুক্তকরণ, সফল চাষীদের পুরস্কার বিতরণ, মৎস্যচাষীদের প্রশিক্ষণ, মাস্ক বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন ইতিমধ্যে শেষ হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচি অব্যাহত রয়েছে। উল্লেখ্য, মৎস্য উৎপাদনে সারা দেশে ফরিদগঞ্জ উপজেলা চতুর্থ।