প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২০-২১ অর্থবছরে চাঁদপুর জেলার নিবন্ধিত ৬৩টি সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন ও ২৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত ১৮ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩১ আগস্ট দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ, সমাজসেবা অফিসার (রেজিঃ) মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।