শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের অর্জন

অনলাইন ডেস্ক
জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের অর্জন

জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ১১ মে শনিবার কাজেম আলী স্কুল ও কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী মজুমদার। এছাড়া ‘ঘ’ বিভাগে জারিগান (দলভিত্তিক) প্রতিযোগিতায় ২য় স্থান লাভ করে হৃদিকা বিশ্বাস রিয়া ও তার দল, ‘গ’ বিভাগে ইংরেজি বক্তব্যে ৩য় স্থান লাভ করে একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ সাবাব সরকার, ‘ঘ’ বিভাগে ইংরেজি বক্তব্যে ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী প্রান্ত সাহা এবং ‘ঘ’ বিভাগে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী দীপা সাহা। ১২ মে রোববার দুপুর ১২টায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সাথে দেখা করতে আসে। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ শিক্ষার্থীদের সাফল্যে তাদের উৎসাহ দেন এবং বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাঁদপুর কলেজের শিক্ষার্থীরা এবারও জাতীয় পর্যায়ে কলেজের জন্যে সফলতা বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়