প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জের সুবিদপুরে গাইড ওয়াল নির্মাণে অনিয়ম
ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে গাইড ওয়াল নির্মাণের নামে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, লক্ষ্মীপুর গ্রামে রাস্তার দুপাশে গাইড ওয়াল নির্মাণ চলছে। প্রথমে লোক দেখানোর জন্যে ভালো মানের ইট ব্যবহার করলেও পরবর্তীতে একেবারে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এতে করে এক বছর না যেতে ওয়াল ভেঙ্গে যাবে। নিম্নমানের ইট ব্যবহার না করার জন্যে স্থানীয় লোকজন নিষেধ করলেও কাজের ঠিকাদার সুলতান কারো কথায় কোনো কর্ণপাত না করে নিজের মন মতো কাজ করে যাচ্ছেন। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, এমনই নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে যা ইট ভাটার পাশে ফেলে রাখা হয়। আর ঠিকাদার এ সকল ইট ব্যবহার করছে, যা একেবারে ব্যবহারের অনুপযোগী।
এ ব্যাপারে স্থানীয় লোকজন জানান, একেবারে নিম্নমানের ইট দিয়ে কাজ করা
হচ্ছে। অল্প সময়ের মধ্যে ওয়াল ভেঙ্গে যাবে। ঠিকাদার প্রভাবশালী হওয়ায় কারো কথা না শুনে নিজের ইচ্ছে মতো কাজ করে। এ ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।