প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলায় গঠিত ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত কমিটির সদস্যদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ আগস্ট) সকালে উপজেলার ঐতিহ্যবাহী হাশিমপুর দরবার শরীফে আয়োাজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত মতলব উত্তরের সভাপতি ও হাশিমপুর আহমাদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসার পীর তরিকত অধ্যক্ষ আল্লামা শায়খ আশফাক আহমাদ। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি গোলাম মোস্তফা শাহ। আলোচনা করেন কমিটির সিনিয়র সহ-সভাপতি, লবাইরকান্দি আল-আমিন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়ালি উল্লাহ সরকার, আমিয়াপুর মাদ্রাসার সুপার মুফতি মাওলানা ফারুক আহমদ, রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসমাঈল, সাধারণ সম্পাদক মুফতি আহমদ উল্লাহ, মুফতি মহিউদ্দীন হামিদী, মাওলানা শফিকুল ইসলাম, মাওঃ ইকবাল হোসাইন, মাওঃ মোরশেদ আলম সিরাজী, আল্লামা আনিসুর রহমান মাক্কী, এইচএম রফিকুল ইসলাম আত্তারী, মাওঃ হাবিবুল্লাহ, হাফেজ কামরুল হাসান, শরীফ উল্লাহ দর্জি, চাঁনমিয়া মেম্বারসহ কমিটির নেতৃবৃন্দ।
প্রধান আলোচক মুফতি গোলাম মোস্তফা শাহ বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ রাখতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ মুসলিম জাতি বিভিন্ন ভাগে বিভক্ত। যার কারণে মুসলিম জাতি নেতৃত্বশূন্য। এই নেতৃত্ব অর্জন করতে হলে সব মুসলিমকে ঐক্যবদ্ধ হতেই হবে। একে-অপরের কল্যাণেও এগিয়ে আসতে হবে। দেশের দিকেও নজর রাখতে হবে যাতে কোনো জঙ্গিগোষ্ঠী অপতৎপরতা না চালাতে পারে।
পরিশেষে দেশের জনগণের ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন হাশিমপুর দরবার শরীফের পীর ও সংগঠনের সভাপতি আল্লামা শায়খ আশফাক আহমাদ।