শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০

দুর্নীতিমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবো
মঈনুল ইসলাম কাজল ॥

করোনার প্রাদুর্ভাব কমে আসায় ও নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকে আবারো ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে সম্ভাব্য প্রার্থীগণ দলীয় মনোনয়নের পাশাপাশি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে সময় পার করছেন। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অনেকেই নিজের প্রার্থিতা জানান দিতে পাড়া-মহল্লায় পোস্টার বিলবোর্ড লাগিয়ে জনগণের নজরে আসতে চেষ্টা করছেন। আবার কেউ এলাকার নানা সমস্যায় জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জনের জন্যে সময় পার করছেন। সম্ভাব্য প্রার্থীগণ একই সাথে দলীয় নেতা-কর্মীদের দৃষ্টি আকর্ষণের জন্যে বিভিন্ন প্রচার মাধ্যমের আশ্রয় নিচ্ছেন। প্রার্থীগণ মনে করছেন, দলীয় প্রতীকের পাশাপাশি জনগণের আস্থা অর্জন করতে পারলেই জনপ্রতিনিধি হওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। করোনায় নির্বাচনী আমেজে কিছুটা ভাটা পড়লেও বর্তমানে আবার সম্ভাব্য প্রার্থীগণ তাদের প্রচারণায় সরব হতে শুরু করেছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চাঁদপুর কণ্ঠের নিয়মিত আয়োজনে আজ থাকছে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক মোঃ মাহবুব আলম। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর গ্রামের হাজী বাড়ির মরহুম আব্দুল মতিনের ছেলে মোঃ মাহবুব আলম। ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। রাজনীতির মাঠে তিনি ছিলেন অতি পরিচিতমুখ, স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতির কারণে তিনি এলাকায় সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি উপজেলা ছাত্রদলের নেতা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

ব্যবসায়ী হিসেবে সফল মাহবুব আলম খিলাবাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি খিলাবাজার স্কুল এন্ড কলেজের নির্বাচিত অভিভাবক সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। এলাকার গরিব-অসহায় জনগণের পাশে থেকে তাদের পক্ষে কথা বলতে চান মাহবুব আলম। তরুণ এ সমাজসেবক যে কোনো দুর্যোগে জনগণের পাশে থেকেছেন। তিনি জানান, তার জন্ম এ ইউনিয়নে। তিনি ছোট থেকে আজ পর্যন্ত এ ইউনিয়নেই বড় হয়েছেন। মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থেকেছেন। জনগণের আরও পাশে ও তাদের উপকারে নিজেকে সম্পৃক্ত করতেই তিনি প্রার্থী হতে চান। বর্তমানে তিনি জনগণের যে কোনো সমস্যায় তাদের পাশে থেকে কাজ করতে চেষ্টা করছেন। এ ধারাবাহিকতা রক্ষায় বৃহৎ পরিসরে জনগণের পাশে থাকার লক্ষ্যে তিনি জনগণের প্রতিনিধি হতে আগ্রহী। তার বিশ্বাস, জনগণ তাকে তাদের আস্থা ও ভালোবাসার জায়গায় স্থান দিয়েছেন। তিনি সুযোগ পেলে জনগণের মতামতের আলোকে ইউনিয়নটিকে সাজাতে চেষ্টা করবেন। দুর্নীতিমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাবেন।

তিনি জানান, ইউনিয়নের সরকারি বরাদ্দের সুষম বণ্টন, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ এলাকায় ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন। তিনি জানান, এলাকায় মাদকমুক্ত করতে তিনি বদ্ধপরিকর। যে কোনো মূল্যে তিনি মাদকের বিরুদ্ধে লড়াই করে যাবেন। মোঃ মাহবুব আলম দল-মত নির্বিশেষে এলাকার জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি আশা করেন, জনগণ তাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে তিনি সবসময়ই তাদের পাশে থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়