শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০

নদীতে জেলা টাস্কফোর্সের বিশেষ অভিযানে কারেন্ট জালসহ ৩ জেলে আটক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের তৃতীয় দিন গতকাল ৩০ আগস্ট সোমবার নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা টাস্কফোর্স। এ সময় ১ লাখ মিটার কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করা হয়। সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলা টাস্কফোর্সের সমন্বয়ে চাঁদপুর শহরের তিন নদীর মিলনস্থল এলাকায় এ অভিযান করা হয়েছে।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ এম সাদিক হোসেনের (এক্স বিএন) নেতৃত্বে বাংলাদেশ কোস্টগার্ডের ৪টি হাই স্পিডবোটযোগে বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন ও নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন নদীতে ফেলা অবস্থায় প্রায় ১ লাখ মিটার কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন কর্তৃক মোবাইল কোর্ট বসিয়ে ৩ জন জেলেকে ৫০০/- টাকা করে ১৫০০/- টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়