প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০
শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে অভিযুক্ত ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন। গতকাল সোমবার দুপুরে শাহরাস্তি পৌর এলাকার ছিখুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এ সময় ড্রেজারের পাইপ কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন বলেন, আমরা ইতিমধ্যে অবৈধভাবে কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে বেশ কিছু ড্রেজার ধ্বংস করে দিয়েছি। আমাদের কাছে সংবাদ এলে আমরা ড্রেজার মালিকদের ড্রেজার সরিয়ে নিতে বলি। যারা কথা শুনছেন না তাদের প্রতি আমরা কঠোর হচ্ছি। ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযুক্ত ড্রেজার মালিক আলী আকবর জানান, এ আইনের বিষয়ে তার জানা ছিল না। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন শাহরাস্তি থানা পুলিশ ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাগণ।