প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির খুদে খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনায় অংশ নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
চাঁদপুর স্টেডিয়ামে গত ২৮ আগস্ট শুক্রবার বিকেলে উক্ত সংবর্ধনাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নির্বাচক খুদে ক্রিকেটারদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। যতক্ষণ তুমি প্র্যাকটিস করবে ততক্ষণ প্রপার প্র্যাকটিস করবে। তিনি খুদে খেলোয়াড়দেরকে দেখে অভিভূত হন এবং ভবিষ্যতের শামীম-জয় এখান থেকে বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের মায়ের কুলখানিতে অংশগ্রহণ করতে হেলিকপ্টারযোগে চাঁদপুর স্টেডিয়ামে অবতরণ করে এখান থেকে গাড়িতে করে মল্লিক সাহেবের বাড়ি বিষ্ণুপুরের মনোহরখাদীতে যান এবং সেখান থেকে বিকেল সাড়ে চারটায় তিনি আবার হেলিকপ্টারযোগে ঢাকা প্রত্যাবর্তন করেন। যাওয়ার পথে স্টেডিয়ামে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির খুদে খেলোয়াড়রা তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের ক্রিকেটের কর্ণধার, ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সৈয়দ শামীম আহমেদ ফারুকী, ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেট কোচ রাজন ও পলাশ কুমার সোম।