শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০

কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অসুস্থ শাহজাহান চোকদারকে আর্থিক সহায়তা প্রদান
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি (১৯৭৭-৭৮) অসুস্থ শাহজাহান চোকদারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। গতকাল ২৯ আগস্ট রোববার সকাল সাড়ে দশটায় কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে শাহজাহান চোকদারের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা পর্বে কলেজের অধ্যক্ষ ছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা। উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ ইফতেখার উদ্দিন খান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, যুগ্ম সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সেলিনা পারভীন, অর্থসম্পাদক ও ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার। অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, কলেজ পরিবার শাহজাহান ভাইয়ের পাশে আছে, থাকবে। এজন্য শিক্ষক পরিষদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। চাঁদপুর সরকারি কলেজ এক সময়ের সাহসী সন্তানকে ভুলে যায়নি, যাবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়