প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০
শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে ব্যাকুল হয়ে আছে তাদের মন। বিশেষ করে ২০২০ সালে এসএসসি পাস করা শিক্ষার্থী যারা অনলাইন আবেদনের মাধ্যমে কলেজে ভর্তি হয়েছেন তারা এক দিনের জন্যও নিজ কলেজে ক্লাস করতে পারেননি। অথচ তাদের ইন্টারমিডিয়েটের অর্ধেক সময় পার হয়ে গেছে। শিক্ষার্থীরা বাড়িতে বসে অনলাইন ক্লাস করলেও তা যে খুব একটা ফলপ্রসূ হচ্ছে না তাও স্বীকার করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের বর্তমান মানসিক অবস্থা ও ভাবনা নিয়ে চাঁদপুর কণ্ঠের বিশেষ আয়োজন, 'স্কুল/কলেজে ফিরতে শিক্ষার্থীর ব্যাকুলতা'। এই পর্বে কথা বলা হয় চাঁদপুর বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ জাহিদ হোসেনের সাথে। পর্যায়ক্রমিক প্রশ্নের উত্তরে তিনি জানান তার হতাশা আর দুশ্চিন্তার কথা।
চাঁদপুর কণ্ঠ : করোনায় কেমন চলছে পড়ালেখা?
মোঃ জাহিদ হোসেন : ব্যক্তির অবস্থানের ভিন্নতায় উত্তরটা ভিন্ন ভিন্ন হবে বলে বিশ্বাস করি। তবে আমার অবস্থা লকডাউন ব্যতীত সময়গুলোতে এভারেজে পড়াশোনা চলে। লকডাউন চলাকালীন খুব অল্প পড়াশোনা হয়। যেহেতু কোচিংয়ের পাশাপাশি কলেজের অনলাইন কার্যক্রম বন্ধ থাকে। সব মিলিয়ে উত্তরটা-একজন একাদশের শিক্ষার্থী হিসেবে খুবই বাজে অবস্থা পড়াশোনার।।
চাঁদপুর কণ্ঠ : মানসিক অবস্থা কেমন?
মোঃ জাহিদ হোসেন : অনেকটাই হতাশ। ইন্টারমিডিয়েটের মত এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে যেখানে কেমিস্ট্রির বিক্রিয়া, পদার্থের বড় বড় থিউরি শ্রেণীকক্ষে বসে এক মনে জানবার কথা, সেই জায়গায় শ্রেণিকক্ষের আনুষ্ঠানিক কার্যক্রমই এখনো শুরু হলো না। পাশাপাশি ভার্সিটি এডমিশনের সামগ্রিক চিন্তাতো আছেই। অনেকটা দুশ্চিন্তা আর হতাশার মধ্যে রয়েছি।
চাঁদপুর কণ্ঠ : একাদশে ভর্তি হওয়ার পর থেকেই সবকিছু বন্ধ। কলেজ লাইফটা এখনো উপভোগ করতে পেরেছেন?
মোঃ জাহিদ হোসেন : কলেজ লাইফ উপভোগের কথা যদি বলতে যাই, তাহলে সাধারণত একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট কলেজ লাইফটাকে যেভাবে এনজয় করে, যেমন নবীন বরণ থেকে শুরু করে বনভোজন, বিতর্ক, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কলেজের টিউটোরিয়াল, অর্ধবার্ষিকী কিংবা বার্ষিক পরীক্ষা-এগুলোর কিছুই আমাদের এখন পর্যন্ত অভিজ্ঞতা নেয়ার সুযোগই হয়নি। তবে দিনের একটা নির্দিষ্ট সময় ধরে অনলাইন ক্লাস আর সাপ্তাহিক অ্যাসাইনমেন্টেই আপতত কলেজ লাইফের আনন্দ খুঁজে নিচ্ছি।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা সময়ের দাবি?
মোঃ জাহিদ হোসেন : পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা অবশ্যই সময়ের দাবি।
চাঁদপুর কণ্ঠ : প্রায় ৫৩০ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আপনার প্রতিক্রিয়া কী?
মোঃ জাহিদ হোসেন : অনেকটা হতাশ, দুশ্চিন্তাগ্রস্ত।
চাঁদপুর কণ্ঠ : অনলাইন পাঠদান কতটা ফলপ্রসূ হচ্ছে বলে মনে করেন?
মোঃ জাহিদ হোসেন : যে পাঠদান দেশের সামগ্রিক শিক্ষার্থীদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেই পাঠদানের ব্যবস্থাটা কি আদৌ সঠিক? তবে অনলাইন পাঠদান ব্যবস্থাটি 'নাই মামার চেয়ে কানা মামা থাকা ভালো'-এই পংক্তিটির মতই মনে হয়।
চাঁদপুর কণ্ঠ : স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খোলার বিষয়ে আপনার মতামত কী?
মোঃ জাহিদ হোসেন : পর্যাপ্ত স্বাস্থ্যবিধি যদি নিয়মমাফিক শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ে মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে বা মানার জন্যে সর্বাত্মক চেষ্টা করার মানসিকতা লালন করে থাকে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে অবস্থান করবো।