রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০০:০০

বিজিবি সদর দপ্তরে আজান-কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
বিজিবি সদর দপ্তরে আজান-কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বাদ জুমা পিলখানার কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় বিজিবির সব পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত ২৮ মার্চ থেকে পিলখানার বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আজান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সেক্টর সদর দপ্তর, ঢাকার সিপাহি মোঃ সাইফুল ইসলাম ১ম স্থান এবং সেক্টর সদর দপ্তর, রাঙ্গামাটির সিপাহি খলিলুর রহমান ২য় স্থান অধিকার করেন।

অপরদিকে কেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সেক্টর সদর দপ্তর, সিলেটের সিপাহি মোঃ আজিজুর রহমান ১ম স্থান এবং সেক্টর সদর দপ্তর, ঢাকার সিপাহি মোঃ রাসেল আকন্দ ২য় স্থান অধিকার করেন।

আজান ও কেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং রাঙ্গামাটি সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়