প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০
সাংবাদিক মহিউদ্দিন নোয়াগাঁও সপ্রাবির সভাপতি নির্বাচিত
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ৭৪নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর কণ্ঠের কচুয়া ব্যুরো ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন। মঙ্গলবার সকালে বিদ্যালয় অফিস কক্ষে ইউপি সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের সঞ্চালনায় অভিভাবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অভিভাবক সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনকে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী তিন বছরের জন্যে সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, সদস্য মোঃ শাহজালাল, শারমিন আক্তার, সুমি আক্তার ও খাদিজা আক্তার; শিক্ষক প্রতিনিধি মোঃ ফারুক হোসেন ও ইসমাইল হোসেন, দাতা সদস্য মোঃ মাঈন উদ্দিন তালুকদার, সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুল মোতালেব।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে আমি নির্বাচিত হয়েছি। এজন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সাথে নিয়ে এই বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। এই প্রতিষ্ঠানটির দুটি ভবন ইতঃমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নতুন ভবনের জন্যে একধাপ কাজ এগিয়ে নিয়েছি। অচিরেই কচুয়ার সংসদ সদস্য ড. সেলিম মাহমুদের সহযোগিতায় নতুন ভবন উপহার দেয়া হবে। প্রাচীন এ বিদ্যাপীঠটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকাবাসীসহ বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। পাশাপাশি সকল অভিভাবক আমার এ প্রচেষ্টার সারথি হয়ে সার্বিক সহযোগিতা করবেন- এটা আমার প্রত্যাশা।
উল্লেখ্য, গত ১৮ মার্চ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের অভিভাবকদের মতামতের ভিত্তিতে ১১ সদস্যদের বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।