শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০

জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে চাঁদপুর সরকারি মহিলা কলেজে সেমিনার

অনলাইন ডেস্ক
জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে চাঁদপুর সরকারি মহিলা কলেজে সেমিনার

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগ আয়োজিত সেমিনারে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা। সেমিনারে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ সোহেল রানা। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদারসহ বিশেষ অতিথি ও সভাপতি।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ এতো দ্রুত স্বাধীন হতো না। তাঁর যোগ্য নেতৃত্বেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন বইগুলো পাঠ করার মাধ্যমে বঙ্গবন্ধুর কর্ম ও জীবন সম্পর্কে জানার এবং একই সাথে তাদের কর্ম, চিন্তা ও চেতনার মাধ্যমে তা বাস্তবায়ন করার আহ্বান জানান। সেমিনার শেষে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী করা হয়। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সকাল পৌনে ১০টায় মাননীয় সমাজকল্যানমন্ত্রীর নেতৃত্বে র‌্যালিতে অংশগ্রহণ ও জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় অনুষ্ঠান শেষ হওয়ার পর ইতিহাস বিভাগের সেমিনার অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়