প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
চ্যাম্পিয়ন খান সিটি ক্রিকেট একাদশ
ফরিদগঞ্জে আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনাল ম্যাচে ব্যাচ ফিফটিন ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খান সিটি ক্রিকেট একাদশ। শনিবার (২ মার্চ) ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক মোঃ জাকির হোসেন গাজীর সভাপতিত্বে এবং গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার।
|আরো খবর
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঢাকা জেলার সভাপতি ও ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল ইসলাম সাউদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পালোয়ান, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী।
আই স্পোর্টসের পরিচালক ও ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে এবং ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্যাচ ফিফটিন ক্রিকেট একাদশকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় খান সিটি ক্রিকেট একাদশ।