মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার প্রীতিমিলনী ও আনন্দভ্রমণ

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার প্রীতিমিলনী ও আনন্দভ্রমণ

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার প্রীতিমিলনী ও আনন্দভ্রমণ সম্পন্ন হয়েছে। শনিবার (২ মার্চ) মেঘনার চর (মিনি কক্সবাজার)-এ অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন সংস্থার সদস্যসহ অতিথিবৃন্দ। এ উপলক্ষে এবং সংগঠনের ২৯ বছরপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্যরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এসএএম মিজানুর রহমান খানের সভাপ্রধানে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহজাহান মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহজাহান খান।

সভায় বক্তব্য রাখেন অতিথি বিএনপি নেতা জসীমউদ্দীন খান বাবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ শাহাদাত হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, হাজীগঞ্জ বড়কুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী, তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক আঃ শুকুর মস্তান, সদস্য সচিব অ্যাডঃ আব্দুল কাদের খান প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিলো হাড়িভাঙ্গা, গোলক নিক্ষেপ ও ফুটবল প্রতিযোগিতা। খেলা শেষে জয়লাভকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের কর্মকর্তাগণ।

এছাড়া সংগঠনের সদস্য ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত ৫ সদস্যদের মাঝেও সম্মাননা তুলে দেন কর্মকর্তাগণ। সম্মাননা পাওয়া সদস্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মাইনুল ইসলাম, সম্পাদক লাইব্রেরি অ্যাডঃ জাবির হোসেন, জেনারেল অডিটর অ্যাডঃ মামুন মিয়াজী, রানিং অডিটর অ্যাডঃ শফিকুল ইসলাম রনি ও সদস্য অ্যাডঃ আব্দুল্লাহ আল নাকিব। দিনভর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যসহ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়