মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০

পশ্চিম বাখরপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
পশ্চিম বাখরপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে গতকাল রোববার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার কৃতী সন্তান দৈনিক যুগান্তরের নগর সম্পাদক ও বিশিষ্ট লেখক মিজান মালিক।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী ও যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মফিজা বেগম, বিদ্যালয়ের দাতা সদস্য ওমর ফারুক, আবদুল মোতালেব মাস্টার, লক্ষ্মণ সরকার, ইয়াছিন ঢালী, ইউসুফ মিজি প্রমুখ।

এ সময় প্রধান অতিথি মিজান মালিক তাঁর বক্তব্যে বলেন যে, বিদ্যালয়টিতে তিনি শৈশবে লেখাপড়া করেছিলেন, তাই এ স্মৃতি বিজড়িত স্কুলটির সামনের সড়কসহ যাবতীয় সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়