বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই পর্বের এই বর্ণাঢ্য অনুষ্ঠান শহরের ব্যাংক কলোনী একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে এবং একাডেমির জ্যেষ্ঠ শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, বাংলানিউজ ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলম, মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক আহমদ বাদল।

বক্তারা একাডেমির চমৎকার এই ক্রীড়ানুষ্ঠানের প্রশংসা করেন। অধ্যক্ষের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৫ বছর সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতা রক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক ও ব্যবসায়ী এমএ খালেক মিয়া ও সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নূরুল হায়দার সংগ্রাম, সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ কাউছার পাটোয়ারী, মোঃ জাহাঙ্গীর মিয়াজী, প্রাক্তন শিক্ষিকা নাহিদা আক্তারসহ অভিভাবক ও স্থানীয় সুধীজন।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রথম পর্বে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংক কলোনী উন্নয়ন কমিটির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন। সকাল থেকে বিকেল পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমান হক।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং ব্যাংক কলোনী মহাল্লা কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমান মিয়াজী, অ্যাডঃ সাখাওয়াত হোসেন, মোঃ সালেহ আহমদ সজিবসহ আরো অনেকে।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা শাহানারা আক্তার, মোসাম্মৎ ফাহিমা আক্তার, নাজমুল ইসলাম নোমান, তাহমিনা আক্তার, শাহনাজ পারভীন, রোকছানা আক্তার রাখি, তাসনিয়া জাহান জেরিন ও আমন্ত্রিত অতিথিসহ ছাত্র-ছাত্রীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়